১। IMO Standard অনুযায়ী 02 (দুই) বছর মেয়াদী Pre-Sea Course পরিচালনা করা।
২। প্রী-সী কোর্স ও সমুদ্রগামী জাহাজে 01 বছরের সী-ট্রেনিং সম্পাদন শেষে Certificate of Competency (COC) অর্জনের জন্য Post Sea Course পরিচালনা করা।
৩। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি অধিভূক্ত 04 বছর মেয়াদী ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স (নটিক্যাল) এবং ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স ইন মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহ পরিচালনা করা।
৪। মার্চেন্ট মেরিন কর্মকর্তাদের মানোন্নয়নে নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক অনুমোদন প্রাপ্ত Ancillary Course সমূহ পরিচালনা করা।